আসসালামুআলাইকুম।আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো,এন্ড্রয়েড এর স্বাদ এবার বাটন ফোনে নিয়ে নিন। বর্তমান ডিজিটাল যুগ,এই ডিজিটাল যুগে সব ই সম্ভব। যত দিন অতিবাহিত হচ্ছে,প্রযুক্তির অগ্রযাত্রা ততো বাড়ছে। আজকে আপনাদের মাঝে এমন একটি ফোন এর বিস্তারিত নিয়ে হাজির হয়েছি,যেটা দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আজকে এমন একটি বাটন ফোনের বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরব,যেটাতে এন্ড্রয়েড এর স্বাদ পাবেন। শুনে একটু অবাক হওয়ার ই কথা,কারন বাটন ফোনে কিভাবে এন্ড্রয়েড এর স্বাদ পাবেন। আজকের পোস্টে আমি আপনাদের মাঝে সব বিস্তারিত আলোচনা করব। কথা না বাড়িয়ে শুরু করা যাক,কি সেই ফোন,যে বাটন ফোনে এন্ড্রয়েড এর মতো স্বাদ পাবেনঃ
যে ফোনটার রিভিউ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে সে ফোনটি হলোঃ-
Geo Phone -Model-T19
কি থাকছে এই বাটন ফোনে, যার জন্য বলছি এন্ড্রয়েড এর স্বাদ পাবেন এই বাটন ফোনে তার বিস্তারিত এখন আলোচনা করবঃ
আপনারা যদি ভাবেন,যে এন্ড্রয়েড এর সম্পন্ন স্বাদ পাবেন এই বাটন ফোনে, তাহলে ভুল ভাবছেন। কারন,সম্পন্ন স্বাদ পাবেন না এন্ড্রয়েডের , তবে যে টুকু ফিচার এড করা হয়েছে এই ফোনে,আপনি দেখলে অবাক হয়ে যাবেন।
Geo-T-19ঃ
*Display -2.8 inc
এই ফোনে ডিসপ্লে হিসাবে থাকছে ২.৮ ইঞ্চি।ফোন হিসাবে মোটামুটি ভাল মানের ডিসপ্লে দেয়া হয়েছে।
*Camera- 2+2 MP
বাটন ফোন হিসাবে কিন্তু ক্যামেরা টি মোটামুটি অনেক ভাল মানের দেয়া হয়েছে।
* Ram-512 MB
আগের এন্ড্রয়েডের র্যাম কিন্তু ৫১২ দেয়া থাকত। দেখুন মজার বিষয় এই বাটন ফোনে ৫১২ র্যাম দেয়া হয়েছে।যেটাতে এপ্স ইন্সটল করতে পারবেন।kiOs স্টোর থেকে।
*Rom-4 GB
রম হিসাবে থাকছে ৪ জিবি। যেটা আগের এন্ড্রয়েডের কিন্তু থাকত। ভেবে দেখুন বাটন ফোনে ৪ জিবি রম।
*Bettary 2000 mAh
ব্যাটারি কিন্তু অনেক ভাল মানের ব্যাবহার করা হয়েছে। সাধারণ বাটন ফোনে কিন্তু 700-1200 mAh ব্যাটারি ব্যাবহার করা হয়ে। কিন্তু এটাতে অনেক বেশি এম্পিয়ার ব্যাটারি ব্যাবহার করা হয়েছে।
*Network -4G-VoLTE
ভেবে দেখছেন,অনেক এন্ড্রয়েডের কিন্তু ৪জি নেটওয়ার্ক থাকে না৷ কিন্তু আপনি বাটন ফোনে পাচ্ছেন ৪জি নেটওয়ার্ক। কতটা উন্নত এই ফোনটি। আবার VoLTR ও ব্যাবহার করতে পারবেন।আপনি ভাবেন এখন বাটন ফোন এ কিভাবে সম্ভব এত গুলো ফিচার।
*Processor Qued-Core
প্রসেসর কিন্তু অনেক ভাল মানের ব্যাবহার করা হয়েছে।যা সাধারণ এন্ড্রয়েডের মতোই।
*Wifi,Hotspot,GPS
আপনি এই বাটন ফোনে ওয়াইফাই ব্যাবহার করতে পারবেন। এবং আপনি হটস্পট ও
দিয়ে অনেকগুলো ডিভাইস চালাতে পারবেন। হটস্পট সুবিধা। গুগল ম্যাপ ও পাবেন।
দেখুন,কত টা ফিচার ব্যাবহার করা হয়েছে। বুঝছেন তো বাটন ফোনে এন্ড্রয়েডের স্বাদ।
* 500+ apps kiOS Store
এন্ড্রয়েডের প্লে স্টোরের মতো এই ফোনে ৫০০+ এপ্স kiOS স্টোরে পাবেন। যা ইন্সটল দিয়ে ব্যাবহার করতে পারবেন।
*Youtube,Facebook,Whatsapp,Download
ইউটিউব, ফেসবুক,সহ ডাউনলোড দিতে পারবেন যে কোন ফাইল ৪জি স্পীডে। দেখুন বাটন ফোনে আপনি ইউটিউব ব্যাবহার করতে পারবেন,ফেসবুক ডাউনলোড করতে পারবেন।
ফোনটির বর্তমান দামঃ ৩১০০ টাকা।
কেমন লাগলো ফোনটি, প্রায় এন্ড্রয়েডের স্বাদ পাবেন,এই বাটন ফোনে।
টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ
আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী আর্টিক্যাল এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।
কোন মন্তব্য নেই
Hello