ইসরায়েল-হামাস সংঘর্ষ: দূত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 May 2021 10:50 AM BdST Updated: 13 May 2021 10:50 AM BdST
ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের তুমুল সংঘর্ষ থামানোর চেষ্টায় যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে দূত পাঠাচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।
Related Stories
-
গাজায় ইসরায়েলের হামলায় জ্যেষ্ঠ হামাস নেতাসহ নিহত ৫৩
গাজাকে কেন্দ্র করে সোমবার থেকে শুরু হওয়া তুমুল সংঘর্ষে এরই মধ্যে ৭০ এর বেশি মানুষের প্রাণ গেছে।
বুধবারও ইসরায়েল হামাসের এক জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করেছে এবং গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।
এর প্রতিক্রিয়ায় হামাস ইসরায়েলের দিকে বৃষ্টির মত রকেট ছুড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইসরায়েলের ভেতরে যেসব এলাকায় একাধিক জাতির সদস্যদের বাস, সেসব এলাকার সড়কে সংখ্যালঘু আরবদের ওপর ইহুদিদের হামলারও খবর পাওয়া গেছে।
ইসরায়েল-হামাস সংঘর্ষে সৃষ্ট ধ্বংসযজ্ঞের চিত্রকে ‘যন্ত্রণাদায়ক’ অ্যাখ্যা দিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা প্রশমনে জ্যেষ্ঠ সহযোগী হাদি আমরকে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন ব্লিংকেন।
অন্যদিকে পেন্টাগন প্রধান লয়েড অস্টিন ‘ইসরায়েলের নিজেকে রক্ষার বৈধ অধিকারের’ প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
২০১৪ সালের যুদ্ধের পর হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকাকে ঘিরে এ সংঘর্ষ আরও ছড়িয়ে পড়তে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। তেমনটা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং দুই পক্ষের মধ্যে পুরোদস্তুর যুদ্ধ শুরু হতে পারে বলে উদ্বেগও রয়েছে।
কোন মন্তব্য নেই
Hello